অ্যামি স্কুমার। কমেডি অভিনেত্রী হিসেবে হলিউডে বেশ জনপ্রিয় তিনি। সম্প্রতি তিনি তার জীবনে ঘটা এক ভয়াবহ ঘটনার কথা জানালেন। নিজের স্মৃতিকথা ‘দ্য গার্ল উইথ লোয়ার ব্যাক ট্যাটু’-তে তিনি তার কুমারিত্ব হারানোর ব্যাপারটি তুলে ধরেছেন।
অ্যামি স্কুমার জানান, নিজ সম্মতিতে নয়, বরং ধর্ষণের শিকার হয়েই কুমারিত্ব হারিয়েছিলেন তিনি। এটি অ্যামির জীবনের সবচেয়ে দুঃখজনক অভিজ্ঞতা বলে আখ্যা দেন তিনি। আর এই ধর্ষণ তিনি সিনেমা জগতের কারোর মাধ্যমে নন, বরং নিজের প্রেমিকের মাধ্যমে হয়েছিলেন।
তিনি জানান, প্রেম করার সময় তার প্রেমিক তাকে ধর্ষণ করে। যদিও অ্যামি তার প্রেমিকের নাম উল্লেখ করেননি।
অ্যামি জানিয়েছেন, এই ঘটনা যখন ঘটেছিল, তখন তিনি বিশ্রাম নিচ্ছিলেন। প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্কতে তার সম্মতি ছিল না সে সময়। জোর করে তাকে ধর্ষণ করে তার প্রেমিক। তখন তার বয়স মাত্র ১৭ বছর। তবে এভাবে তার সম্মতি ছাড়াই শারীরিক সম্পর্ক স্থাপনের পর তার প্রাক্তন প্রেমিকও মন খারাপ করেছিলেন।
এস/