ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি রাবি শিক্ষার্থীদের

ধর্ষণের একমাত্র শাস্তি হোক মৃত্যুদণ্ড এমন দাবি জানিয়ে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় ভিত্তিক সচেতনতামূলক অনলাইন গ্রুপ ‘কথোপকোথন’ এই কর্মসূচির আয়োজন করে।

শনিবার (১২ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা বেড়েই চলছে। এর একমাত্র কারণ হলো ধর্ষকদের যথাযথ শাস্তি না হওয়া। ধর্ষণ এখন সামাজিক ব্যাধি। শিশুরাও এ ব্যাধি থেকে মুক্তি পাচ্ছে না। সরকার যদি ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করে তাহলে এ ধরনের অপরাধ বন্ধ হয়ে যাবে।

বক্তরা আরও বলেন, ধর্ষণে কারণ হিসেবে মেয়েদের ব্যক্তি স্বাধীনতাকে দোষ দেওয়া হয়। ঘরের বাইরে গেলে সবসময় মেয়েদের আতংঙ্ক নিয়ে ঘুরে বেড়াতে হয়। তাদের ভাগ্যে কি হবে তারা নিজেরাও বলতে পারে না।

বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী রকিবুজ্জামানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী শামীম শাহরিয়ার, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মিতান, অনন্ত, শারমিন প্রমুখ।

অন্তু/রাসেল/