নারী ও শিশু ধর্ষণ এবং যৌন নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা যুবদল।
বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের কোর্ট কম্পাউন্ডে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।
দেশে ধর্ষণের মহোৎসব চলছে অভিযোগ করে মানববন্ধনে বক্তারা বলেন, ‘সরকার এর দায় এড়াতে পারে না। এছাড়া আইনশৃঙ্খলারও অবনতি হয়েছে। অবৈধ সরকারের পতন ছাড়া এ দুঃসহ সময়ের অবসান সম্ভব নয়।’
জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গির হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ, বিএনপি নেতা অ্যাডভোকেট হাবিবুর রহমান হাফিজ, ছাত্রদল নেতা মোজাম্মেল হোসেন মিঠু প্রমুখ।
নারী ও শিশু ধর্ষণ এবং যৌন নির্যাতনের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির ধর্ষণবিরোধী এক সমাবেশ শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা দেন।