ভারতীয় অভিনেত্রী ও সংসদ সদস্য রূপা গাঙ্গুলী ধর্ষণ নিয়ে মন্তব্য করে বিপাকে পড়েছেন। ক্ষমতাসীন দল বিজেপির এই সাংসদের বিরুদ্ধে থানায় এফআইআর করা হয়েছে। গত শুক্রবার পশ্চিমবঙ্গে নারীদের নিরাপত্তার বিষয়ে কথা বলার সময় ধর্ষণ নিয়ে তিনি মন্তব্য করেন।
পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার অবনতি নিয়ে বলতে গিয়ে রূপা গাঙ্গুলী বলেন, তাদের স্ত্রী ও কন্যাকে পশ্চিমবঙ্গে পাঠান। যদি তারা সেখানে ১৫ দিনের বেশি ধর্ষণের শিকার না হয়ে টিকতে পারেন, তা হলে আমাকে এসে বলা হোক।
এই অভিযোগের পাল্টা জবাবে তৃণমূল কংগ্রেসের নেতা ও জ্বালানীবিষয়ক মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় বলেন, পুরো রাজ্যকে অভিযোগ করার আগে তিনি কয়বার বাংলায় এসে ধর্ষণের শিকার হয়েছেন, এটাও বলা উচিত তার। তাহলেই সত্যতা বোঝা যাবে।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জে গত মাসে তিনজন আদিবাসী নারীকে গণ ধর্ষণের অভিযোগ পাওয়া যায়। এতে আদিবাসীরা বিক্ষোভ শুরু করে এবং আসামীকে গ্রেফতার করার দাবি জানায়। এরপর বিজেপির এক নেতা অভিযোগ করেন, পুলিশ আসামীদের গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে।
সূত্র: আনন্দবাজার
আজকের বাজার: আরআর/ ১৯ জুলাই ২০১৭