কিশোরী ধর্ষণ মামলায় লালমনিরহাটে জাহেদুল ইসলাম (২৭) নামে এক ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ জুলাই) দুপুর ২টায় লালমনিরহাটের জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রেজা মোহাম্মদ আলমগীর হাসান এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত জাহেদুল ইসলাম লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কাউয়ামারী এলাকার নুরুল হকের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১১ সালের ২৬ সেপ্টেম্বর রাতে প্রতিবেশী এক কিশোরীকে (১৩) ধর্ষণ করে জাহেদুল ইসলাম। এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে জাহেদুলের বিরুদ্ধে পাটগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আজ আসামির উপস্থিতিতে আদালত এ রায় দেন।
লালমনিরহাট জজ আদালতের সরকারি কৌসুলী (পিপি) অ্যাডভোকেট আকমল হোসেন এই মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাদী এ মামলায় ন্যায় বিচার পেয়েছেন।
আজকের বাজার/এমএইচ