পরিসংখ্যানের দিক থেকে দেশে ধর্ষণ বেড়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়রী। ধর্ষণ রোধে সামাজিকভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বুধবার বরিশালে পুলিশ লাইন্সে জেলা পুলিশের ব্যারাক ভবন, গৌরনদী সার্কেল অফিস ও গৌরনদী উপজেলার আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইজিপি।
সে সময় তিনি আরও বলেন, ধর্ষণের ঘটনা পেলে পুলিশ যথাযথ আইনগত ব্যবস্থা নেই। সম্প্রতিকালে যতগুলো ঘটনা ঘটেছে প্রতিটি বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী পেশাদারিত্বের মনোভাব দেখিয়ে দোষীদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় এনেছে, কোনও গাফিলতি করেনি।
এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন,, সাগর-রুনি হত্যা মামলার অগ্রগতির জন্য পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ লক্ষে র্যা ব নিরলসভাবে কাজ করছে। যাচাই বাছাইয়ের কারণেই সময় বেশি লাগছে।তাই এই মামলার ক্ষেত্রে এখনই ব্যর্থ বলা যাবে না।আদালত চাইলে অবশ্যই তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হবে। সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে কোন ধরনের চাপের মুখে নেই বলে জানান জাবেদ পাঠোয়ারী।
আজকের বাজার/এমএইচ