নারায়ণগঞ্জ সদর উপজেলার পঞ্চবটীর ধর্মগঞ্জ সংলগ্ন ধলেশ্বরী নদীতে ডুবে যাওয়া ট্রলারের নিখোঁজদের মধ্য থেকে সোমবার সকালে এক শিশুসহ আরো দু' জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সকালে ভাসমান অবস্থায় এ মৃতদেহ গুলো পাওয়া যায়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লা আল আরেফিন জানান, সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ধলেশ্বরী নদীতে ষষ্ঠদিনের উদ্ধার কার্যক্রম শুরু করে। তারা ভাসতে দেখে এক শিশু ও এক নারীর লাশ উদ্ধার করে। শিশুটি আগে উদ্ধার হওয়া মৃত জেসমিনের তেরো মাসের শিশু সন্তান তাসফিয়া বলে ধারণা করা হচ্ছে।
গত ৫ জানুয়ারি সকাল সাড়ে ৮ টায় বক্তাবলী ঘাট থেকে ফতুল্লার ধর্মগঞ্জ ঘাটে আসতে থাকা ট্রলারটি ঘণ কুঁয়াশার কারণে বরিশাল থেকে ঢাকা মুখী এমভি ফারহান-৬ যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে যায়। সেসময় ৩০/৪০ যাত্রী সাঁতরিয়ে তীরে আসতে পারলেও প্রায় ১০ জন নিখোঁজ থাকে।