নারায়ণগঞ্জ সদর উপজেলার ধর্মগঞ্জ সংলগ্ন ধলেশ্বরী নদীতে ডুবে যাওয়া ট্রলারের নিখোঁজদের মধ্য থেকে ৪ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার সকালে বিচ্ছিন্ন ভাবে ভাসমান অবস্থায় এ মৃতদেহ গুলো পাওয়া যায়।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ধলেশ্বরী নদীতে পঞ্চম দিনের উদ্ধার কার্যক্রম শুরু করে। তারা বিভিন্ন স্থানে ভাসতে দেখে দুজন নারী এবং দুজন পুরুষের লাশ উদ্ধার করে।
লাশগুলো কাদের তা এখনো শনাক্ত হয়নি।
গত বুধবার সকাল ৮ টায় বক্তাবলী ঘাট থেকে ফতুল্লার ধর্মগঞ্জ ঘাট মুখী ট্রলারটি ঘণ কুঁয়াশার মধ্যে বরিশাল থেকে ঢাকামুখী এমভি ফারহান-৬ যাত্রী বাহী লঞ্চের ধাক্কায় ডুবে যায়। সেসময় ৩০/৪০ জন যাত্রী সাঁতরিয়ে তীরে আসতে পারলেও প্রায় ১০ জন নিখোঁজ থাকে।