সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইতোমধ্যে দল ঘোষনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই দলে ওপেনার শিখর ধাওয়ান ও যুজবেন্দ্রা চাহাল না থাকায় অবাক হয়েছেন ভারতের সাবেক নির্বাচক এমএসকে প্রসাদ।
তিনি জানান, গেল ৩-৪ বছর ধরে দারুণ পারফরমেন্স করে আসছেন ধাওয়ান-চাহাল। তাদের বিশ্বকাপ দলে না দেখে আমি বিস্মিত। ভারতের বিশ্বকাপ দলে পাঁচজন স্পিনার আছে। এরা হলেন- রবীচন্দ্রন অশ্বিন, রাহুল চাহার, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং বরুন চক্রবর্তী। এই দলে জায়গা হয়নি স্পিনার চাহালের।
২০১৬ সালে অভিষেকের পর দেশের হয়ে টি-টোয়েন্টিতে ৪৯টি ম্যাচ খেলেছেন তিনি। উইকেট নিয়েছেন ৬৩টি। পরিসংখ্যানের দিক দিয়ে চাহালের পারফরমেন্স চোখে পড়ার মতই। আর ৬৮ টি-টোয়েন্টিতে ১১টি হাফ-সেঞ্চুরিতে ১৭৫৯ রান ধাওয়ানের। অভিজ্ঞ ব্যাটসম্যান হিসেবে ভারত দলে বেশ গুরুত্বপূর্ণ সদস্য। কিন্তু বিশ্বকাপের মত মঞ্চে সুযোগ হয়নি তার।
তাই ভারতের বিশ্বকাপ দল নিয়ে প্রশ্ন তুলেছেন প্রসাদ। তিনি বলেন, ‘আপনি অবশ্যই এই দলকে ১০ এর মধ্যে ৮ থেকে ৯ রেটিং দিতে পারেন। তারা (নির্বাচক) দলে স্পিনারদের রাখার চেষ্টা করেছে এবং তারা জানে, এটি স্পিন-বান্ধব উইকেট হবে। যে কারণে আমাদের স্কোয়াডে ৪-৫ জন স্পিনার রয়েছে। তবে নির্বাচকদের উচিত সবদিক বিবেচনা করে দল সাজানো। তাদের অবশ্যই এক দিকে মনোযোগী হলে চলবে না।’
বিশ্বকাপের মঞ্চে ধাওয়ানকে আশা করেছিলেন প্রসাদ। তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি যেহেতু এটি একটি বড় আসর তাই ধাওয়ানের মত ব্যাটসম্যানের দলে থাকা দরকার ছিলো। আইসিসির টুর্নামেন্টে সে সব সময়ই ভালো করেছে। এছাড়া আইপিএলে টানা দু’টি সেঞ্চুরিও করেছিলো। আমার মনে হয়, সে দলের জন্য আরো কার্যকরী হতে পারতো।’
২৪ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ভারত। গ্রুপ-২এ ভারতের নিউজিল্যান্ড, আফগানিস্তান ও বাছাই পর্ব পেরিয়ে আসা আরো দুটি দল। বিশ্বকাপ শেষে টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়বেন বিরাট কোহলি। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান