ধানমণ্ডি সিটি কলেজের পাশে পপুলার ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।
বুধবার রাত ৮টা ২০ মিনিটে এ আগুন লাগার ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম অপারেটর মো. ফরহাদুল আলম।
তিনি বলেন, ধানমণ্ডি পপুলার ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আমাদের ৪টি ইউনিট কাজ করছে। পুরো সেন্টার ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে।
তবে আগুনে তৎক্ষণিক কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
আজকের বাজার/এমএইচ