রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি বহুতল ভবনে শনিবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. রাশেদ জানান, সকাল ৯টা ২৫ মিনিটে ঈদগাহ মাঠের পাশে ৬ এর এ নম্বর রোডে একটি ১২ তলা ভবনে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি।