রাজধানীর ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়াও ঘটনাস্থল থেকে চারটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২ জুন) দুপুরে ধানমন্ডি আবাহনী মাঠের পাশের ১২/এ সড়কের ফুটপাতে এ ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ওবায়দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানীর ধানমন্ডি আবাহনী খেলার মাঠের পাশে থেকে অবিস্ফোরিত অবস্থায় চারটি ককটেল জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করে।
তিনি আরও জানান, আবাহনী খেলার মাঠের দক্ষিণ-পশ্চিম কোণায় পুলিশ বক্সের কাছে একটি বটগাছের নিচে কে বা কারা পাঁচটি ককটেল রেখে যায়। এর একটি বিস্ফোরিত হলে পুলিশ বিষয়টি টের পায়। পরে বাকি চারটি নিষ্ক্রিয় করা হয়। কারা, কী উদ্দেশ্যে এই কাজ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
রাসেল/ধা