রাজধানীর ধানমন্ডিতে ছিনতাইকারীর কবলে পড়ে হেলেনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ছিনতাইকারীর প্রাইভেটকারের ধাক্কায় তিনি গুরুতর আহত হয়েছিলেন।
ধানমন্ডি থানার ডিউটি অফিসার এসআই তানভীর হাসান জানান, শুক্রবার সকালে নিহত হেলেনা ও তার স্বামী মনিরুল ইসলাম ধানমন্ডির ৬ নম্বর রোড দিয়ে হেঁটে যাচ্ছিলেন। রোডের শেষ মাথায় যাওয়ার পর একটি সাদা রঙের প্রাইভেটকার এসে হালকা থেমে হেলেনা বেগমের কাছে থাকা ভ্যানিটি ব্যাগটি টান দেয়।
তখন তার হাত সহ ব্যাগটি গাড়ির দরজায় আটকে যায়। অনেকদুর পর্যন্ত তাকে টেনে হিচড়ে নিয়ে গেলে একসময় তিনি গাড়ির পেছনের চাকার নিচে পড়ে যান। এ সময় হেলেনা বেগম গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে গ্রিন লাইফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এরপর ধানমন্ডির থানার পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
আজকের বাজার: সালি / ২৬ জানুয়ারি ২০১৮