ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষে ভোট দিতে জনগণ মুখিয়ে আছে বলে শনিবার দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘ঢাকাবাসী ১ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষকে ভোট দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তারা ভোট দেয়ার জন্য এখন মুখিয়ে আছেন।’ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জনগণকে সব বাধা ডিঙিয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে ক্ষমতাসীন সরকারের সব ‘অপকর্মের’ জবাব দেয়ার আহ্বান জানান বিএনপির এ নেতা।
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের যদি সাহস নিয়ে নির্বাচনের মাঠে নামি তবে তাদের (আওয়ামী লীগ) পরাজিত করতে পারব। আগামী ১ ফেব্রুয়ারির নির্বাচনে শক্ত ভূমিকা রাখতে প্রস্তুত হন।’ এ নেতা বলেন, ‘যেখানে সমস্ত রাষ্ট্রযন্ত্র ও কর্মকর্তাদের বাধ্য করা হচ্ছে ক্ষমতাসীন দলের পক্ষে কাজ করার জন্য, তাদের নির্বাচনে জয়ী করার জন্য, সেখানে বিএনপি কেন আরেকটা নির্বাচনে যাচ্ছে এ নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন।’
‘আমরা নির্বাচনে যাচ্ছি যাতে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়। আমরা জানি, সারা বিশ্ব জানে দেশে কী হচ্ছে। কিন্তু আমরা জনগণের ভোট দেয়ার অধিকারটা বন্ধ করে দিতে চাই না বলেই নির্বাচনে আছি,’ যোগ করেন তিনি। বিএনপি নির্বাচনে না গেলে জনগণের ভোটকেন্দ্রে যাওয়ার কোনো আগ্রহই থাকবে না বলে মন্তব্য করেন তিনি। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান