বিএনপির নির্বাচনী প্রতীক‘ধানের শীষে’ভোট দেয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার সকালে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন চলাকালে এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি দৌঁড়িয়ে ঘটনাস্থল ত্যাগ করায় তার নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলাকারীদের বেশিরভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখার ছাত্রলীগের নেতাকর্মী। যারা ভোট কেন্দ্রের পাশে অবস্থান নিয়ে কেন্দ্র থেকে বের হওয়ার পর তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার ব্যাপারে জানতে চাচ্ছেন। তারা আরও জানান, সকাল ১০টা ২৫ মিনিটের দিকে প্রায় ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি কার্জন হল কেন্দ্রে ভোট দেয়ার পর বাইরে বের হলে উপস্থিত আওয়ামী লীগ প্রার্থীর প্রতিনিধিরা তার কাছে জানতে চান যে, কাকে ভোট দিয়েছেন। জবাবে‘ধানের শীষ’বলায় তাকে মারধরের এক পর্যায়ে ঘটনাস্থল থেকে দৌঁড়ে পালিয়ে যান তিনি। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান