মণিরামপুর উপজেলার রাজগঞ্জে চলতি ইরি-বোরো মৌসুমে ধান খেতে পোকা দমনে গাছের ডাল পুতে ‘পার্চিং’ উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার মোবারকপুর শশ্মান মাঠে পার্চিং উৎসবের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার।
তিনি বলেন, ‘জমিতে পার্চিং করলে পাখি সেটাতে বসে সহজেই ফসলের ক্ষতিকারক পোকা খেয়ে ধ্বংস করতে পারে। ফলে পোকা আর বংশ বিস্তার করেত পারে না।’ উদ্বোধন অনুষ্ঠানে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা প্রদীপ কুমার বিশ্বাস, চালুয়াহাটি ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা এসএম মারুফুল হকসহ পশ্চিম মণিরামপুর তথা রাজগঞ্জ এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তাগণসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান