ঢাকার ধামরাইয়ের বালিয়া ইউনিয়নে একটি মেছো বাঘকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১৭ মে) সকালে বালিয়া ইউনিয়নের কালিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
ধামরাইয়ের চৌহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকার জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয় কৃষকরা কালিঘাট এলাকায় জমিতে পাকা ধান কাটতে যায়। এসময় ধান খেতে দুটি মেছো বাঘ দেখে কৃষকরা চিৎকার করে ওঠেন। এক পর্যায়ে আশপাশের এলাকার লোকজন লাঠি নিয়ে ধাওয়া করে একটি বাঘকে পিটিয়ে মেরে ফেলে। এসময় একই ধরনের অপর আরেকটি মেছো বাঘ পালিয়ে যায়। তবে এটিকে অনেকে চিতা বাঘ আবার অনেকে বাঘডাসা বলেও আখ্যা দিচ্ছেন। মেছো বাঘটি লম্বায় সাড়ে চার ফুট। ওজন প্রায় ৩৫ কেজি।
ধামরাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমান বলেন, এটি দেখতে অবিকল বাঘের মতোই। তবে এটা মেছো বাঘ। ধামরাইয়ের কোথাও বনাঞ্চল নেই। গাজীপুরের বনাঞ্চল থেকে এটি আসতে পারে। তবে এলাকাবাসীর মেছো বাঘটি মারা ঠিক হয়নি।
আজকের বাজার/একেএ