ঢাকার ধামরাই উপজেলার কেলিয়া মোড় এলাকায় র্যাবে সঙ্গে কথিত 'বন্দুকযুদ্ধে' তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে জানালেও র্যাব তাদের নাম-ধাম বলতে পারেনি।
র্যাব ২-এর কোম্পানি কমান্ডার আনোয়ার রাজ্জাক বলেন, শৈলেন এলাকার একটি বেসরকারি উন্নয়ন সংস্থা কয়েক কোটি টাকা স্থানান্তর করবে এই খবর পেয়ে তিনজন ডাকাতির উদ্যোগ নেয়। গোপন খবর পেয়ে র্যাবের একটি দল কেলিয়া মোড়ে যাওয়া মাত্রই তারা গুলি ছোড়ে। র্যাব পাল্টা গুলি করলে তিনজন ঘটনাস্থলেই মারা যান।
এ সময় র্যাবের দুই সদস্য এসআই রাজ্জাক ও সোহেল আহত হয়েছেন বলে জানিয়েছেন এই র্যাব কর্মকর্তা।
একেএ/আরএম/