ধামরাইয়ে বাথুলীতে শনিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কে দ্রুতগতির একটি বাসের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত দীনেশ চন্দ্র সূত্রধর (৪৫) মানিকগঞ্জ সদর থানার ভগবানপুর গ্রামের বাসিন্দা।
গোলড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এস আই) আলমগীর হোসেন জানান,শনিবার রাতে দীনেশ চন্দ্র সূত্রধ রাস্তা পার হওয়ার সময় পাটুরিয়াগামী গ্রীন বাংলা যাত্রীবাহি পরিবহনের একটি দ্রুতগতির বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। বাসটি আটক করা হয়েছে।
আজকের বাজার/এমএইচ