ঢাকার ধামরাই উপজেলায় পিকআপ ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
শুক্রবার (২৭ জুলাই) ভোরে উপজেরার শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোলড়া হাইওয়ে থানার এসআই আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- পিকআপচালক সুজন মিয়া ও হেলপার কহিনুর ইসলাম।
এসআই আশরাফ হোসেন জানান, সাভারের নবীনগর থেকে ছেড়ে আসা একটি পিকআপ ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় পৌঁছলে যাত্রীবাহী লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপচালক ও হেলপার নিহত হন। এ ছাড়া আহত হন আরও পাঁচজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান এসআই।
আজকের বাজার/এমএইচ