ঢাকার ধামরাইয়ে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। চালক ও হেলপারের অবস্থা আশংকাজনক।
বুধবার (২০ জুন) সকালে ঢাকা-আরিচা মহাসড়কে বাথুলী বাসষ্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকা থেকে আগত একটি যাত্রীবাহী বাস বাথুলী বাসষ্ট্যান্ডে এলে বিপরীত থেকে আসা একটি মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে বাস ও ট্রাকের চালক ও হেলপারসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
হাইওয়ে পুলিশ কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, দুই চালক ও হেলপারের অবস্থা আশংকাজনক। কারো নাম পরিচয় জানা যায়নি।
আজকের বাজার/একেএ