দরপতনের মধ্য দিয়েই সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার,১০ডিসেম্বর দেশের উভয় পুজিবাজারের লেনদেন শেষ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই)
লেনদেন ৪০০ কোটি টাকার ঘরে নেমে গেছে। এদিন ডিএসইতে ৪৩২ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগে গত ২৩ জুলাই ডিএসইতে ৪৭৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই’র দেয়া তথ্য অনুযায়ী, রোববার,১০ডিসেম্বর আগের কার্যদিবসের চেয়ে ৮৪ কোটি ২৫ লাখ টাকা কম লেনদেন হয়েছে। আগের দিন এ বাজারে ৫১৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ১৯৪টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ার দর। ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪৩ পয়েন্ট কমে ৬ হাজার ২০৪ পয়েন্টে অবস্থান করছে।
অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২১ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ১৯০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির শেয়ার দর।
আজকের বাজার:এসএস/এলকে ১০ ডিসেম্বর ২০১৭