ধারাবাহিক পতনে লেনদেন শেষ

টানা ১১ দিন ধরে দরপতন চলছে পুঁজিবাজারে। এই ধারবাহিকতা রেখে আজ বুধবারও লেনদেন শেষ হয়েছে সূচকের পতনে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএইতে) লেনদেন কিছুটা বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৩৯৪ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৩৯ কোটি ৫৭ লাখ টাকা বেশি। মঙ্গলবার ডিএসইতে ৩৫৫ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ২২৩টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩৭ পয়েন্ট কমে ৫ হাজার ৫১১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৯১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৫ পয়েন্টে।

অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৩ কোটি ৫ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ২৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির শেয়ার দর।

আরএম/