‘ধারালো অস্ত্রের আঘাতেই মা ও দুই মেয়ের মৃত্যু’

রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় ধারালো অস্ত্রের আঘাতেই সরকারি কলোনির বাসায় মা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২টায় ৩ মরদেহের ময়নাতদন্ত শেষে সাংবাদিকদের এ কথা জানান, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার সেলিম রেজা।

এর আগে, পাইকপাড়ায় সরকারি কলোনির একটি বাসা থেকে দুই শিশু সন্তানসহ মায়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। জেসমিন আক্তার নামে ঐ নারী দুই মেয়েকে গলা কেটে হত্যার পর আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করেছিলো পুলিশ।

নিহত শিশুরা হলো নয় বছরের হাফিদা তাসলিম হিমি ও ছয় বছর বয়সী তাহমিম হানি। ভেতর থেকে আটকানো ঘরে শিশু দুটির মরদেহ পড়ে ছিল বিছানায়। তাদের মায়ের দেহ ছিল বিছানার পাশেই মেঝেতে। তাদের সবারই গলাকাটা ও পেট চেরা ছিল।

ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছে পুলিশ। জেসমিন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে চাকরি করতেন। তার স্বামী হাসিবুল ইসলাম সংসদ সচিবালয়ের কর্মী।

১০ বছর ধরে পাইকপাড়া সি টাইপ কলোনিতে বসবাস করছিলেন তারা। স্বজনরা জানিয়েছেন, জেসমিনের মানসিক রোগের চিকিৎসা চলছিলো।

এস/