মহেন্দ্র সিং ধোনির শহরে বিরাট কোহলি ব্যর্থ হলেও সেঞ্চুরি করে ভারতকে টানছেন রোহিত শর্মা৷ ৯৫ রানে দাঁড়িয়ে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরিতে পৌঁছন রোহিত৷ দলের ব্যাটিং বিপর্যয় সত্ত্বেও মাত্র ১৩০ বলে ১৩টি বাউন্ডারি ও চারটি ছয় মেরে শতরান করেন তিনি৷
রোহিত ও রাহানের ব্যাটে দুইশ রানের গণ্ডি টপকায় ভারত৷ সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টে টস জিতে ভারত ব্যাটিং নিলেও শুরুটা ভালো হয়নি বিরাটদের৷ আগের টেস্টে সেঞ্চুরিকারা ময়াঙ্ক আগরওয়াল এবং ডাবল সেঞ্চুরি হাঁকানো ক্যাপ্টেন কোহলিকে দ্রুত প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে ভারতকে ব্যাকফুটে ঠেলে দেন প্রোটিয়া বোলাররা৷
মাত্র ৩৯ রানে তিন উইকেট হারিয়ে ধুকতে থাকে ভারত৷ আগরওয়াল ব্যক্তিগত ১০ রানে প্যাভিলিয়নে ফেরেন৷ কাগিসো রাবাদার বলে এলগারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ময়াঙ্ক৷ এর পর শূন্য রানে রাবাদার শিকার চেতেশ্বর পূজারা কোহলি ব্যক্তিগত ১২ রানে নর্টজের বলে এলবিডব্লিউ হন৷
কিন্তু এখান থেকে দলের হাল ধরে রাহানে ও রোহিত৷ চতুর্থ উইকেটে অবিভক্ত দেড়শো রানের পার্টনারশিপ গড়ে ভারতকে দু’শো রানে পৌঁছে দেন রাহানে ও রোহিত৷ চা-বিরতিতে ৩ উইকেটে ২০৫ রান তুলেছে ভারত৷ দুরন্ত ফর্মে থাকা রোহিত সিরিজের তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করে ১০৮ রানে ক্রিজে রয়েছেন৷ আর ৭৪ রানে ব্যাটিং করছেন রাহানে৷
আজকের বাজার/লুৎফর রহমান