ধূসর হলো হোয়াইটওয়াস:সিরিজ ড্রয়ে অজিরা

ধূসর হলো হোয়াইটওয়াস:দমে গেলে টাইগারের হুংকার। চারদিনে শেষ হলো চট্টগ্রাম টেস্ট। সাত উইকেটে ম্যাচটি জিতে নিল অস্ট্রেলিয়া। ফলে, সিরিজ শেষ হলো ১-১ সমতায়। কারণ, দুই ম্যাচ টেস্ট সিরিজের ঢাকায় অনুষ্ঠিত প্রথম ম্যাচে ২০ রানের জয় পেয়েছিল বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা ছিল ৮৬ রান। লক্ষ্যমাত্রা সামনে রেখে ব্যাট করতে নেমে দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নারকে বিদায় করেন মোস্তাফিজুর রহমান। সৌম্য সরকারের হাতে ধরা পড়েন অজি এই ওপেনার। তার ব্যক্তিগত সংগ্রহ ৮ রান।

তারপর দলীয় ৪৪ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে অস্ট্রেলিয়ার। তাইজুল ইসলামের বলে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে ধরা পড়েন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। তিনি সংগ্রহ করেন ১৬ রান।

দলীয় ৪৮ রানে তৃতীয় উইকেটের পতন ঘটে অজিদের। সাকিব আল হাসানের বলে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন ওপেনার ম্যাট রেনশ। তার ব্যক্তিগত সংগ্রহ ২২ রান।

এরপর পিটার হ্যান্ডসকম্ব ও গ্লেন ম্যাক্সওয়েল জুটি বেধে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। হ্যান্ডসকম্ব ১৬ রান করে ও গ্লেন ম্যাক্সওয়েল ২৫ রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে মোস্তাফিজুর রহমান ১টি, তাইজুল ইসলাম ১টি ও সাকিব আল হাসান ১টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

ফল: সাত উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩০৫ (১১৩.২ ওভার)

(তামিম ইকবাল ৯, সৌম্য সরকার ৩৩, ইমরুল কায়েস ৪, মুমিনুল হক ৩১, সাকিব আল হাসান ২৪, মুশফিকুর রহিম ৬৮, সাব্বির রহমান ৬৬, নাসির হোসেন ৪৫, মেহেদী হাসান মিরাজ ১১, তাইজুল ইসলাম ৯, মোস্তাফিজুর রহমান ০*; প্যাট কামিন্স ০/৪৬, নাথান লায়ন ৭/৯৪, স্টিভ ও’কিফি ০/৭৯, অ্যাশটন আগার ২/৫২, গ্লেন ম্যাক্সওয়েল ০/১৩, হিলটন কার্টরাইট ০/১৬)।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩৭৭ (১১৯.৫ ওভার)

(ম্যাট রেনশ ৪, ডেভিড ওয়ার্নার ১২৩, স্টিভেন স্মিথ ৫৮, পিটার হ্যান্ডসকম্ব ৮২, গ্লেন ম্যাক্সওয়েল ৩৮, হিলটন কার্টরাইট ১৮, ম্যাথু ওয়েড ৮, অ্যাশটন আগার ২২, প্যাট কামিন্স ৪, স্টিভ ও’কিফি ৮*, নাথান লায়ন ০; মেহেদী হাসান মিরাজ ৩/৯৩, মোস্তাফিজুর রহমান ৪/৮৪, সাকিব আল হাসান ১/৮২, তাইজুল ইসলাম ১/৭৮, নাসির হোসেন ০/১৪, মুমিনুল হক ০/৬, সাব্বির রহমান ০/৯)।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ১৫৭ (৭১.২ ওভার)

(তামিম ইকবাল ১২, সৌম্য সরকার ৯, ইমরুল কায়েস ১৫, নাসির হোসেন ৫, সাকিব আল হাসান ২, মুশফিকুর রহিম ৩১, সাব্বির রহমান ২৪, মুমিনুল হক ২৯, মেহেদী হাসান মিরাজ ১৪*, তাইজুল ইসলাম ৪, মোস্তাফিজুর রহমান ০; প্যাট কামিন্স ২/২৭, নাথান লায়ন ৬/৬০, স্টিভ ও’কিফি ২/৪৯, অ্যাশটন আগার ০/৯)।

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: ৮৭/৩ (১৫.৩ ওভার)

(ম্যাট রেনশ ২২, ডেভিড ওয়ার্নার ৮, স্টিভেন স্মিথ ১৬, পিটার হ্যান্ডসকম্ব ১৬*, গ্লেন ম্যাক্সওয়েল ২৫*; মোস্তাফিজুর রহমান ১/১৬, সাকিব আল হাসান ১/৩৫, তাইজুল ইসলাম ১/২৬, নাসির হোসেন ০/১০)।