বজ্রবিদ্যুৎ-সহ প্রবল দুর্যোগ অপেক্ষা করছে মধ্য আমেরিকার অধিবাসিদের জন্যে। নাসা এবং দ্য ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ)-এর পূর্বাভাস দিয়েছে। উপগ্রহ থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী সোমবার দেশের মধ্য ভাগের আটলান্তিক অঞ্চল সহ দুর্যোগের আশংকা রয়েছে দেশের পূর্ব প্রান্তের।
এনওএএ-এর উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি অ্যানিমেশন তৈরি করেছে মেরিল্যান্ডের গ্রিনবেল্টস্থিত নাসার স্পেস ফ্লাইট সেন্টার। তাতে ওই শক্তিশালী ঝড়ের গতিপথ দেখানো হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, মধ্য আমেরিকায় বিস্তীর্ণ অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল ঝড় ছাড়াও বন্যা হতে পারে। মধ্য আটলান্টিক থেকে তা উত্তর-পূর্ব দিকে আঘাত হানবে।
বন্যার কবলে পড়তে পারে পূর্ব ওকলাহোমা, আরকানসাসের উত্তরাঞ্চল, মিসৌরি, ইলিনয়, টেক্সাস এবং ইন্ডিয়ানা রাজ্য। সোমবার দুপুর ও সন্ধ্যায় আরও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর সঙ্গে বিচ্ছিন্ন ভাবে টর্নেডোর সম্ভাবনাও রয়েছে।
সুত্র: আনন্দবাজার
আজকের বাজার:সালি/এলকে/ ৩ মে ২০১৭