বিশ্বকাপের পর ধোনির সাময়িক অবসর প্রসঙ্গে এবার মুখ খুললেন টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী।
টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী জানান, বিশ্বকাপের পর থেকে মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে তাঁর আর দেখাই হয়নি। তাই মাহি কবে দলে ফিরবে সেটা তাঁর জানা নেই। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে তিনি জানান, ” সে(ধোনি) দলে ফিরতে চায় কিনা সেই সিদ্ধান্ত তাকেই নিতে হবে।
বিশ্বকাপের পর থেকে আমার সঙ্গে তার দেখাই হয়নি। আগে ওকে খেলা শুরু করতে হবে, তারপর দেখা যাক বিষয়টি কোন দিকে যায়। আমি যতদূর জানি বিশ্বকাপের পর থেকে খেলার মধ্যে নেই। যদি ও দলে ফিরতে চায়। তাহলে ও নিশ্চয়ই নির্বাচকদের বিষয়টি জানাবে।” সেই সঙ্গে ধোনির প্রশংসায় পঞ্চমুখ শাস্ত্রী বলেন, রবি শাস্ত্রী বলেন, ” ও আমাদের অন্যতম গ্রেটেস্ট ক্রিকেটার। তালিকায় অনেক অনেক ওপরের দিকে রয়েছে।”
আজকের বাজার/লুৎফর রহমান