শ্রীলংকার বিপক্ষে ঢাকা টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২৪ রানে ৫ উইকেট হারিয়েছিলো স্বাগতিক বাংলাদেশ।
ধ্বংসস্তুপে পড়ে যাওয়া বাংলাদেশকে টেনে তুলেছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। দু’জনের জোড়া হাফ-সেঞ্চুরিতে টেস্টের প্রথম দিনের চা-বিরতি পর্যন্ত ৫৩ ওভারে ৫ উইকেটে ১৫৩ রান করেছে বাংলাদেশ। লিটন ৭২ ও মুশফিক ৬২ রানে অপরাজিত আছেন।
আজ থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া টেস্টের প্রথম সেশনটি দুঃস্বপ্নের মত কেটেছিলো বাংলাদেশের।
দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও তামিম ইকবাল রানের খাতা খুলতে পারেননি। এরপর নাজমুল হোসেন শান্ত ৮, অধিনায়ক মোমিনুল হক ৯ ও সাকিব আল হাসান শুন্য রানে ফিরেন।
শ্রীলংকার দুই পেসার কাসুন রাজিথা ৩টি ও আসিথা ফার্নান্দো ২টি উইকেট নিয়েছেন।