ব্রাজিলের আমাজনের জঙ্গলে ঘুরতে যাওয়ার স্বপ্ন অনেকে দেখেন। আবার তা দেখে নানা অজানা কথা লিখে রাখতে চায় মানুষ। কিন্তু সেই স্বপ্নের জঙ্গল ধীরে ধীরে শেষ হয়ে আসছে। গত কয়েক দশকে এত বড় অরণ্য ধ্বংস আগে কখনও হয়নি বলেই ব্রাজিল সরকারের রিপোর্টে উঠে এসেছে।
কি ছিল রিপোর্টে?
রিপোর্ট প্রকাশ্যে আসতেই আতকে উঠেছে পরিবেশবিদরা। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ২০০৮ সালের পর এত বড় অরণ্য ধ্বংস আগে কখনও হয়নি। এক বছরে অরণ্য ধ্বংসের পরিমাণ বেড়েছে ২৯.৫ শতাংশ। আর মোট অরণ্য ধ্বংস হয়েছে ৯ হাজার ৭৬২ বর্গ কিলোমিটার। সব থেকে বেশি ধ্বংস হয়েছে ২০১৮ সালের আগস্ট থেকে ২০১৯ সালের জুলাই মাস পর্যন্ত। এই তথ্য দিয়েছে ন্যাশানাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চ (আইএনপিই)।
আজকের বাজার/লুৎফর রহমান