অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশনে আসিফের ‘আগুন পানি’
এ গানের ভিডিওর গল্পের ধারা একটু ভিন্যভাবেই প্রকাশ করতে যাচ্ছে এই প্রযোজনা প্রতিষ্ঠান।
হাজার কোটি টাকার প্রজেক্ট দাঁড় করাতে চায় একটি বহুজাতিক বিদেশি কোম্পানি। একটা গ্রামকে জ্বালিয়ে দেওয়ার প্রস্তাব পায় স্থানীয় এক ডন। কিন্তু ডন সাফ জানিয়ে দেন, ‘মানুষ পোড়ানো তার কাজ নয়’। ঠিক তখনই প্রতিশোধের নেশায় মরিয়া হয়ে ওঠে প্রেমিকা। শ্রোতা দর্শকদের জন্য ভয়ংকর এমন গল্প নিয়েই সম্প্রতি তৈরি হয়েছে আসিফ আকবরের ‘আগুন পানি’।
গানের ভিডিওতে আসিফ থাকছে ডন আর সঙ্গে ভিলেন থাকছেন মৌসুমী হামিদ। গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন তরুণ মুন্সী।
নতুন গান ও ভিডিও প্রসঙ্গে আসিফ আকবর জানান, ‘গান এবং ভিডিও দুটির কাজই সুন্দর হয়েছে। ভিডিওতে আমি ডন আর মৌসুমী হামিদ ভিলেন। স্বভাবতই শুটিংয়ের প্রয়োজনে পিস্তল ব্যবহৃত হয়েছে।
মজার বিষয় হল ভিডিওতে আমি যে পিস্তলটি ব্যবহার করেছি তা বাংলাদেশের গর্ব কমনওয়েলথ স্বর্ণজয়ী শুটার আসিফ হোসেন খানের। তাকে বিশেষ ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য।’
ডিএমএস সূত্রে জানা গেছে, ৫ জুলাই প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবেও শ্রোতারা শুনতে পাবেন।
আজকের বাজার/আরাইএস