জেলা শহরের ভিতর দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদীকে দুষণমুক্ত করতে আজ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। নওগাঁ পৌরসভার সহযোগিতায় জেলা প্রশাসন এই কার্যক্রম হাতে নিয়েছে।
নওগাঁ সোস্যাল ইনোভেশন টিম, বিডি ক্লিন স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন এ কার্যক্রমে অংশ গ্রহণ করে।শনিবার সকাল ৮টায় নওগাঁ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিহারী কলোনী মহল্লায় এই কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. গোলাম মওলা।
এ সময় পৌরসভার এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর আহসানুল হক রাজন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কাযেস উদ্দিন, সোস্যাল ইনোভেশন টীমের সাধারন সম্পাদক ও বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. শরিফুর রহমান, টিমের অন্যতম সদস্য এস এম শামসুল হক, চন্দন দেব, রিজভীসহ সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
নদীর বিভিন্ন স্থানে স্তুপাকারে জমাকৃত ময়লা আবর্জনা পৌরসভার গাড়িতে করে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়েছে। (বাসস)