নওগাঁয় ৫ দিনব্যাপী শাস্ত্রীয় (ভরতনাট্যম) নৃত্য প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। এই কর্মশালার আয়োজন করেছে নওগাঁ ত্রি-তাল একাডেমি।
পাঁচ দিন ব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষণ দিবেন কলকাতার বিশিষ্ট নৃত্য প্রশিক্ষক বিশ্ব প্রতীম বোস।
আজ দুপুরে যৌথভাবে কর্মশালার উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের সভাপতি এ্যাড. ডি এম আব্দুল বারী । অনুষ্ঠানে বক্তব্য রাখেন নৃত্য প্রশিক্ষক বিশ্ব প্রতীম বোস ।
ত্রি-তাল একাডেমির পরিচালক মনোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রি-তাল একাডেমির অন্যতম পরিচালক নিশির কুমার ও মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি উত্তম সরকার। (বাসস)