নওগাঁর দুইটি উপজেলায় ভোট গ্রহণ শুরু

জেলায় তৃতীয় ধাপে আজ দুটি উপজেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে জেলার আত্রাই ও রানীনগর উপজেলার মোট ১৩৭ কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। এর মধ্যে আত্রাই উপজেলায় ৬৭ কেন্দ্র এবং রানীনগর উপজেলায় ৭০ কেন্দ্র।
এ দুই উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ১৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আত্রাই উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং রানীনগর উপজেলায় চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৩২ হাজার ১৫৭ জন। এর মধ্যে আত্রাই উপজেলায় মোট ভোটার ১লাখ ৭০ হাজার ১৫২ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ৮৬,৩৭২ জন, মহিলা ভোটার ৮৩,৭৭৮ জন ওতৃতীয় লিঙ্গের  ভোটার ২ জন।
রানীনগর উপজেলায় মোট ভোটার ১লাখ ৬২ হাজার ৫ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ৮১,৯৮৪ জন, মহিলা ভোটার ৮০,০১৯ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।
ভোট গ্রহণ একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে। (বাসস)