নওগাঁয় পাকিস্তানি সেনার আদলে ভাস্কর্য

নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর বাজারে নির্মাণ করা হয়েছে পাকিস্তানি সেনার আদলে ভাস্কর্য।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড়।তৈরি হয়েছে বিরূপ প্রতিক্রিয়া।ভাস্কর্যটি দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

পাকিস্তানি সেনাদের আদলে ভাস্কর্য দ্রুত অপসারণের পাশাপাশি, এটি তৈরির সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান।

বিষয়টির সত্যতা স্বীকার করলেও কথা বলতে রাজি হননি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা একেএস মাহবুবুর রহমান। তবে বিষয়টি তদন্ত করে দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।

আজকের বাজার/আরজেড