জেলার মহাদেবপুরে আত্রাই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের প্রায় ২০ ঘন্টা পর স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা ১০টায় একটি ডুবুরী দল উপজেলার রামচন্দ্রপুর এলাকায় আত্রাই নদী থেকে পানিতে ডুবে মৃত স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করে। নিহত স্বামী স্ত্রী পারভেজ ও মিনি আক্তারের বাড়ি দিনাজপুর জেলায়।
মহাদেবপুর থানার অফিসার্স ইনচার্জ আযম উদ্দিন মহমুদ জানিয়েছেন গত ১১ সেপ্টেম্বর ওই দম্পতি মহাদেবপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে মামাতো বোনের বাড়িতে বেড়াতে আসেন।
রোববার দুপুরে পার্শ্ববর্তী আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। এরপর অনেক খোঁজাখোঁজি করেও ওই দিন তাদের কোন সন্ধান পাওয়া যায় নি। রাজশাহীর একটি ডুবুরি দল সেখান এসে কয়েকঘন্টা চেষ্টা চালিয়ে আজ সকাল সাড়ে ১০টার দিকে তাদের লাশ উদ্ধার করতে সক্ষম হয়। গত প্রায় ১ বছর আগে এই দম্পত্তির বিয়ে হয়। গৃহবধু মিনি আক্তার অন্তঃসত্বা ছিলেন। যথাযথ আইনী প্রক্রিয়া শেষে মৃতদেহ দু’টি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানায়। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান