জেলায় আজ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে।
জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ইশরাত জাহান সভাপতিত্ব করেন।
টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই অগ্রগণ্য বিষয়ে আলোচনা করেন সাবেক এমপি বেগমশাহিন মনোয়ারা হক, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাজিয়া সুলতানা, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার সুরাইয়া খাতুন, জেল তথ্য অফিসারের কার্যালয়ের উপ-পরিচালক আবু আবু সালেহ মো:মাসুদুল ইসলাম, সমাজ সেবা অধিদপ্তর নওগাঁ উপ-পরিচালক নূর মোহাম্মদ, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভীন আক্তার এবং নওগাঁ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহনাজ আক্তার নাইস। অনুষ্ঠানে ব্র্যাকের উদ্েযাগে তিন সফল উদ্েযাক্তা নারীকে সন্মাননা প্রদান করা হয়। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান