নওগাঁয় ব্যাংক ম্যানেজারসহ দুটি ব্যাংকের পাঁচ কর্মকর্তা করোনাভাইরানে আক্রান্ত হওয়ায় বুধবার থেকে নওগাঁ সদর উপজেলায় ইসলামী ব্যাংক নওগাঁ শাখা ও পাশের বগুড়া জেলার সান্তাহার সোনালী ব্যাংক শাখা লকডাউন ঘোষণা করা হয়েছে।
নওগাঁ ইসলামী ব্যাংকের চার কর্মকর্তা ও সান্তাহার সোনালী ব্যাংকের এক কর্মকর্তার নমুনায় করোনা পজেটিভ হয়েছে।
করোনার এই পরিস্থিতিতে বুধবার সকাল থেকে ইসলামী ব্যাংক ও সোনালী ব্যাংক শাখায় আর্থিক লেনদেনসহ সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। সেই সঙ্গে এসব কর্মকর্তার বাড়িও লকডাউন করা হয়েছে।
বুধবার সকালে নওগাঁ সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলাল বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি জানান, ইসলামী ব্যাংক নওগাঁ শাখার কর্মকর্তা-কর্মচারীসহ ২২ জনের শরীরে করোনার উপসর্গ দেখা দিলে গত রাবব্ন তাদের নমুনা সংগ্রহ করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। মঙ্গলবার রাতে প্রাপ্ত ফলাফলে ওই নমুনার মধ্যে ৪ জনের নমুনায় করোনা পজেটিভ এসেছে।
ইসলামী ব্যাংক নওগাঁ শাখার ম্যানেজার তারিকুল ইসলাম বলেন, ‘আমিসহ চার কর্মকর্তার করোনা শনাক্ত হওয়ায় আজ বুধবার থেকে আগামী ১৪ দিনের জন্য ব্যাংক লকডাউন করে সকল আথির্ক লেনদেন বন্ধ ঘোষণা করা হয়েছে।’
এদিকে, পাশের বগুড়া জেলার সোনালী ব্যাংক সান্তাহার শাখার ম্যানেজার ফারুক হোসেন জানান, তার শাখার একজন কর্মকতার নমুনায় পরীক্ষায় করোনা পজেটিভ আসায় বুধবার থেকে এই শাখা লকডাউন করে আথির্ক লেনদেনসহ সকল কার্যক্রম বন্ধ ঘোষনা করা হযেছে।