নওগাঁয় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার পিরোজপুর উত্তর পাড়ার শওকত হোসেনের ছেলে সম্রাট হোসেন ভুট্টু (৪৩) এবং বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব বাজার এলাকার মহল্লার মকবুল হোসেনের ছেলে মোজাফ্ফর হোসেন (৩৫)।
শনিবার (১২ মে) রাত ১২টার দিকে শহরের নওযোয়ান মাঠের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রফিক বলেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শহরের নওযোয়ান মাঠের পাশে দুই মাদক ব্যবসায়ী মাদক কেনা বেচার জন্যে আসছেন। এমন তথ্যের ভিত্তেতে আগে থেকেই সেখানে ডিবি পুলিশের সদস্যরা অবস্থান নেয়। রাত ১২টার দিকে সম্রাট হোসেন ভুট্টু এবং মোজাফ্ফর হোসেন নওযোয়ান মাঠের পাশে আসলে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের শরীর তল্লাশী করে ৭০০ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আজকের বাজার/একেএ