নওগাঁয় কারাগারে হাজতির মৃত্যু

নওগাঁ জেলা কারাগারে চিকিৎসাধীন অবস্থায় এক হাজতির মৃত্যু হয়েছে।

নিহতের নাম সমর পাহান (৩৮)। সমর পাহান জেলার মহাদেবপুর উপজেলার শিবরামপুর গ্রামের গ্রিস পাহানের ছেলে।

সোমবার (৪ জুন) সন্ধ্যায় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নওগাঁ জেল সুপার শাহ আলম খাঁন জানান, গত ২১ মে থেকে মাদক মামলায় হাজত বাস করছিলেন সমর। সোমবার দুপুরের হঠাৎ করেই বুকে ব্যথা অনুভব হলে তাকে নওগাঁ সদর হাসপাতলে ভর্তি করা হয়। সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মনির আলী আকন্দ বলেন, সমর দীর্ঘদিন ধরেই হার্টের সমস্যায় ভুগছিলেন। ভর্তির সময় তার প্রেসারও ছিল অনেক বেশি। কয়েক ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর সন্ধ্যায় তার মৃত্যু হয়।

আজকের বাজার/একেএ