নওগাঁর পত্নীতলা উপজেলায় আনোয়ার হোসেন নামে এক ডাকাতের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে নওগাঁর থানা পুলিশ।
শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার শিহাড়া ইউনিয়নের আমন্ত খাড়ি (খাল) থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আনোয়ার হোসেন উপজেলার কৈত্তখন্ড সরকার পাড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, আনোয়ার হোসেন এলাকায় আনোয়ার ডাকাত নামে পরিচিত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ও মাথার পেছনে আঘাতের চিহ্ন আছে। এ ছাড়া তার ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন তার পাশের পড়ে আছে।
তিনি আরও জানান, সকালে এলাকাবাসী আনোয়ার ডাকাতের মরদেহ খালের মধ্যে পড়ে থাকতে দেখে থানা পুলিশে সংবাদ দেয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে নেয়া হবে ।
তিনি আরও বলেন, ১৯৯৬ সালে জেলার মহাদেবপুর উপজেলায় দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়। সেই মামলায় আনোয়ার হোসেন আসামি ছিলেন। পত্নীতলা উপজেলার মধইল বাজারে অস্ত্রসহ তাকে আটক করা হয়। অস্ত্র মামলায় তার যাবজ্জীবন সাজা হয়। দীর্ঘ ১৫ বছর সাজা ভোগ করে ২০১৪ সালে বেরিয়ে আসেন তিনি।
এসএম/