নওগাঁয় জালটাকাসহ গ্রেফতার ২

নওগাঁয় ৮৩ হাজার টাকার জালনোটসহ হাসান আলী (৩১) ও সিদ্দিক মণ্ডলকে (৩১) গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১ জুন) নওগাঁর বদলগাছী উপজেলার পালশা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। জেলা পুলিশ সুপার ইকবাল হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

বদলগাছী থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এসপি।

জেলা পুলিশ সুপার ইকবাল হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সকালে উপজেলার পালশা গ্রামের বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই দুইজনকে জালটাকাসহ আটক করা হয়।

আরজেড/কামাল