নওগাঁ-রাজশাহী মহাসড়কে মান্দা উপজেলার ফেরীঘাট এলাকায় ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকাশার তিন যাত্রী নিহত হয়েছেন। সোমবার সকালে এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও দুই জন। নিহতরা হলেন-রফিকুল ইসলাম(২৯), জয়নাল আবেদিন(৩৬)ও আশরাফুল ইসলাম(৩৮)।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো.মোজাফ্ফার হোসেন জানান, একমি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মাসিক সভায় যোগ দিতে মান্দা ও নিয়ামতপুর উপজেলা এলাকায় কর্মরত মেডিকেল প্রতিনিধিরা একটি সিএনজি চালিত অটোরিকশায় করে নওগাঁ যাচ্ছিলেন। পথে ফেরিঘাট ব্রিজ পার হওয়ার পর নওগাঁ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি ট্রাক অটোরিকশাটি ধাক্কা দিলে ঘটনাস্থলে রফিকুল মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জয়নাল এবং গুরুতর আহত অবস্থায় রাজশাহী নেয়ার পথে আশরাফুল মারা যান বলেও জানান ওসি। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান