নওগাঁর মহাদেবপুরে ট্রাকচাপায় এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (৯ জুন) সকাল ৯টার দিকে উপজেলা সদরের লিচু বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম শামছুল আলম (৪৮)। শামছুল আলম মহাদেবপুর উপজেলার ভীমপুর গ্রামের মৃত ওসমান গণির ছেলে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, শনিবার সকালে শামছুল আলম বাড়ি থেকে মোটরসাইকেলে উপজেলা সদরে আসছিলেন। উপজেলা সদরের লিচু বাগান পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আজকের বাজার/একেএ