জেলার মহাদেবপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার মহিষবাথান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- নওগাঁর মহাদেবপুর উপজেলার বিজয়পুর গ্রামের দুলাল হোসেনের ছেলে শরিফ হোসেন (১৯), গোলাম রসুলের ছেলে রুহানী ইসলাম (১৯) ও আবদুস সামাদের ছেলে সাগর হোসেন (১৯)।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, নিহতরা সবাই বিভিন্ন কলেজের এইচএসসি শিক্ষার্থী। রাত ১০টার দিকে সাগর হোসেন তাঁর ভগ্নিপতির মোটরসাইকেলে করে আরো দুই বন্ধুকে নিয়ে মহাদেবপুর উপজেলার দিকে আসছিলেন। মহিষবাথান বাজার মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহী নিহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ দুর্ঘটনায় নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারগুলোর পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদন করায় তাঁদের পরিবারকে রাতেই লাশগুলো হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি মো. সাজ্জাদ হোসেন।