নওগাঁয় ট্রাকের ধাক্কায় ভুটভুটি চালক নিহত

নওগাঁর বদলগাছী উপজেলা সদরের নতুন ব্রিজ এলাকায় ট্রাক-ভুটভুটি সংঘর্ষে ভুটভুটি চালক উজ্জল হোসেন (২০) নিহত হয়েছেন।

বুধবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আক্কেলপুর থেকে বদলগাছীগামী একটি ট্রাক উপজেলা সদরের নতুন ব্রিজ এলাকায় একটি ভুটভুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভুটভুটি চালক উজ্জল হোসেন (২০) মারা যায়।

বদলগাছী থানার পুলিশ মরদেহ উদ্ধার করে বদলগাছী সদর হাসপাতালে পাঠিয়েছে।

আজকের বাজার/একেএ