নওগাঁর বদলগাছীতে ট্রাকের ধাক্কায় লাব্বিক হোসেন নামে আট বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা ভ্যানচালক মকলেছুর রহমান আহত হয়েছেন।
শুক্রবার (২২জুন) নওগাঁ উপজেলার মির্জাপুর এলাকার কুসারমাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লাব্বিকের বাড়ি মির্জাপুর গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার মির্জাপুর গ্রামের বাড়ি থেকে মকলেছুর রহমান তার ছেলে লাব্বিককে নিয়ে ভ্যানে করে বদলগাছী সদরে যাচ্ছিলেন। এ সময় নওগাঁ থেকে বদলগাছীগামী একটি ট্রাক পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লাব্বিকের মৃত্যু হয়।
স্থানীয়রা আহত মকলেছুর রহমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছেন।
বদলগাছী থানার এসআই শাহীন আলী জানান, ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।
এসআই আরও জানান, এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে ।
আজকের বাজার/এসএম