নওগাঁয় শহরের বাইপাস সড়কে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন-শহরের আরজি-নওগাঁ দফতরিপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে সোয়েব (২৮) ও সদর উপজেলার চকআতিথা গ্রামের রেজাউন নবীর ছেলে অনিক হোসেন (২৭)।
বুধবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে ডিগ্রির মোড় সড়কের শহর রক্ষা বাঁধের কোমাইগাড়ী মহল্লায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে সোয়েব ও অনিক কোমাইগাড়ী ঈদগাহসংলগ্ন পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয় তখন সোয়েব ও অনিক রাস্তার নিচে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাদের মারা যান।
নওগাঁ সদর থানার ওসি আনোয়ার হোসেন জানান, এ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
আজকের বাজার/আরআইএস