নওগাঁয় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। নিহতরা সবাই মোটরসাইকেল আরোহী ছিলেন।
মঙ্গলবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে পত্নীতলায় পুইয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৩ আরোহীসহ মোটরসাইকেলটি পুইয়া নামক স্থানে এলে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যান। আহত অপরজনকে পত্নীতলা উপজেলা কমপ্লেক্সে আনার পর সেখানে তাঁর মৃত্যু হয়।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিমল কুমার জানান, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভবে সনাক্ত করা সম্ভব হয়নি। উদ্ধার তৎপরতা চলছে।
আজকের বাজার/এমএইচ