নওগাঁ’র রানীনগর রেলওয়ে স্টেশনে ট্রেনের ছাদ থেকে পড়ে ৪ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।
বুধবার রাত ৩টার কিছু পর এ ঘটনা ঘটে।
সান্তাহার জি আর পি থানার অফসার্স ইনচার্জ মো. আকবর হোসেন জানিয়েছেন, ৭৫৭ দ্রুতযান আপ ট্রেনটি ঢাকা থেকে দিনাজপুর যাচ্ছিল। রানীনগর রেলওয়ে স্টেশনে ওভারব্রিজের সাথে ধাক্কা লেগে কয়েকজন যাত্রী নিচে পড়ে যায়। ছাদ থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই ওই ৪ যাত্রীর মৃত্যু হয়েছে।
মৃতরা দিনাজপুর চিরিরবন্দর উপজেলার বড় হাশিমপুর গ্রামের আবুল হোসেনের পুত্র জাহাঙ্গীর আলম (১৯) ও পার্বতীপুর উপজেলাধীন চৈতাপাড়া গ্রামের মফিজ উদ্দিনের পুত্র মুনির হোসেন (২২), নওগাঁ জেলার সাপাহার উপজেলার মালিপুর গ্রামের আব্দুল লতিফের পুত্র আমিনুল ইসলাম (২৯) এবং পঞ্চগড় জেলার বোদা উপজেলাধীন তিতোপাড়া গ্রামের মো. রমজান আলীর পুত্র আপেল মাহমুদ (২৬)।
এ দুর্ঘটানয় আরিফুল ইসলাম ও মোতালেব হোসেন নামের আরও ২ ব্যক্তি আহত হয়েছে। তাদের প্রথমে নওগাঁ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাদের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সান্তাহার জি আর পি থানার অফিসার্স ইনচার্জ মো. আকবর আলী জানান এ ব্যপারে সান্তাহার জিআরপি থানায় একটি মামলা লিপিবদ্ধ হয়েছে এবং ময়না তদন্তের পর মৃতদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আএম/